এন্টারটেইন টাইমস প্রতিবেদক: একাধিকের আধিক্যতা থেকে মুক্ত হোক জীবন, একবারই - Entertain Times
নাটকঃ "বুক পকেটের গল্প"।
- দুবার পাতায় অ্যালান হোক😊
°• তুমি আর আমি এক হয়েছিলাম একবারি🧡
ভালবাসা মানুষকে অমানুষ করতে পারে আবার সেই ভালবাসা অমানুষকে মানুষও করতে পারে। আমরা ছেলেরা মেয়েদের সম্মান দিতে পারিনা বলে মেয়েরা খারাপ পথ বেছে নেয় আর মেয়েরাও যে সব সময় ছেলেদের জন্য খারাপ পথ বেছে নেয় ব্যাপারটা এরকম না। কারণ! সব ছেলে কিন্তু আর ৫/১০টা ছেলেদের মতন হয়না।
অভিনয়ে রয়েছে- মীর রাব্বি, তাহিয়া তাজিন খান আয়েশা, শাশ্বতা দত্ত, প্রিয়ন্তী উরবী, আবু হুরায়রা তানভীর, মারিয়া শান্ত, শোয়েব মনির এবং আরও অনেকে।
পৃথিবীতে বেচে থাকতে কেই বা না চায়। শুধু বেচে থেকেও সেই বেচে থাকার মানে খুজে বেড়াতে হয় জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত। তবে যে জানে, সে খুবি তারাতাড়ি মরে যাবে, সে আর বেশিদিন বাঁচবেনা। তখন সে সেই বেচে থাকার মানে খুজে পায়। তার আরও বেশিদিন বেচে থাকার লোভ জাগে। সে উপরওয়ালার কাছে আরো বেশিদিন নিজের জন্য ভিক্ষা চায়। জেনো তাকে আরো বেশ কিছুদিন বাচিয়ে রাখে।
মানুষকে সাহায্য করা ভালো, সাহায্য করতে পারলে নিজেরি ভালো লাগে। তবে এটা সবার বেলায় প্রযোজ্য নয়। কারণ! কিছু মানুষ অন্যের সুখ দেখতে পারেনা। অনেক সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজেকেই সেই অসুখী মানুষের অসুখটা ভাগ করে নিতে হয়।
হ্যা! সবাইকে বিশ্বাস করবেন না। তার আগে একটু যাচাই-বাচাই করে নিতে পারেন আপনার মূল্যবান প্রতিভা দিয়ে। তবে সবার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নহে। কিছু মানুষকে অন্ধ হয়েও বিশ্বাস করা যায়। মনে রাখবেন, সবাই কিন্তু বিশ্বাসের মূল্য দিতে জানেনা। তাই কাকে চোখ বুঝে বিশ্বাস করবেন আর কাকে যাচাই করে নিবেন সেটাও কিন্তু ভেবে চিনতে বুঝতে হবে।
ভালবাসা মানুষকে এক অন্যরকম অনুভূতি দেয়। যা বলে প্রকাশ করা যায় না। তাই-তো সেই ভালবাসার গভীরতা অনেকটাই বেশি। ভালবাসার মানুষকে/মানুষদেরকে পাশে পেলে, সাথে থাকলে সব জেনো এমনিতেই ভালো হয়ে যায়। সুখ, দুঃখ খুব সহজেই ভাগাভাগি করে নেওয়া যায়। তবে জীবনে একটা বন্ধু থাকা খুবি দরকার।
আপনারা এতকিছু পরে হয়তো কিছুই বুঝতে পারেননি মাথার উপর দিয়ে গেছে। আর সেটাই স্বাভাবিক। তাই সব কিছু বুঝতে হলে দেখতে হবে "জাহিদ প্রীতম'র "বুক পকেটের গল্প"।
পরিচালকঃ জাহিদ প্রীতম |
পরিচালক তার পেছনের ফিকশনগুলো এই কাজটির মাধ্যমে পিছিয়ে ফেলছে। দর্শকদের মতামত, এটাই তার করা সেরা কাজ এবং তিনি সব সময় এই ধরণের সেরা কাজ গুলোই করে থাকেন।
নাটক/ফিকশনঃ বুক পকেটের গল্প
ডিরেক্টরঃ জাহিদ প্রীতম
প্রকাশনা প্রতিষ্ঠানঃ KS Entertainemnt
অভিনয়ঃ মীর রাব্বি, তাহিয়া তাজিন খান আয়েশা, শাশ্বতা দত্ত, প্রিয়ন্তী উরবী, আবু হুরায়রা তানভীর, মারিয়া শান্ত, শোয়েব মনির এবং আরও অনেকে।
দেশঃ বাংলাদেশ
ভাষাঃ বাংলা
< Social Media >