ইতিমধ্যে পুনর্জন্ম অন্তিম পর্বের (ট্রেইলার) রিলিজ হয়েছে। যা দেখে দর্শক মহল বেশ মুগ্ধ। তারা ভাবছে ট্রেইলারেই এই অবস্থা, না জানি সিরিজে কি থাকে। মূলত অন্তিম পর্বের ট্রেইলার দেখে বেশ আতঙ্কিত হয়ে পরেছে দর্শক মহল। তাদের মতে এরকম ডার্ক, সাসপেন্সে ভরপুর সাধারণ নাটক বা সিরিজ এখন পর্যন্ত বাংলাদেশে কেন! অন্য কোনো দেশে হয়নি।
পুনর্জন্ম অন্তিম পর্ব (ট্রেইলার) ছবি
ইতিমধ্যে আপনারা হয়তো পুনর্জন্ম অন্তিম পর্ব (ট্রেইলার) দেখে ফেলেছে। যদি না দেখে থাকেন তাহলে নিচের দেয় বাটনে ক্লিক করে দেখে আসুন।
পুনর্জন্ম অন্তিম পর্ব রিলিজ আপডেট
চ্যানেল আই প্রাইমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে 'পুনর্জন্ম ৩' নাটকে সফল সম্প্রচারের পরিবেশনা লাখ লাখ দর্শকের হৃদয়ে স্থাপিত হয়েছে। নাটকের সম্প্রচার শুরুর দিন থেকেই দর্শকদের কাছে নাটকটি জমে যাচ্ছে এক অদ্ভুত প্রতিক্রিয়া। লাখ লাখ দর্শকের প্রশংসা একদম নিরবিচ্ছিন্ন হয়েছে নাটকটির কাহিনী, অভিনয় ও পরিচালনা উপর। নাটকটি সফল হওয়ার পিছনে বিস্তৃত পরিকল্পনা এবং দারুণ প্রস্তুতির ফলে তৈরি হয়েছে। 'পুনর্জন্ম ৩' একটি নাটক যা দর্শকদের মনে স্মরণীয় হয়ে থাকবে।
চ্যানেল আই উদ্যোগে নির্মিত নাটক 'পুনর্জন্ম' প্রথম কিস্তিতে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল, যা ২০২১ সালের জুলাইতে প্রকাশিত হয়। এরপর সেই বছরের অক্টোবরে 'পুনর্জন্ম ২' প্রচারিত হলো যেখানে অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ এবং খায়রুল বাসার প্রমুখ।
এই শেষ কিস্তিতে আফরান নিশো, মেহেজাবিন চৌধুরী, খাইরুল বাসার, নওশবা, শাহেদ আলী প্রমুখ শহ আরো দেখা জাবে রুকাইয়া জাহান চমক শহ আরো নতুন কিছু অভিনয় শিল্পিদেরকে দেখতে পাবেন।
< Social Media >
%20-%20Afran%20Nisho%20-%20Mehazabien%20Chowdhury%20-%20Vicky%20Zahed.mkv_000152.640.jpg)