এন্টারটেইন টাইমস প্রতিবেদক: নীল ছবিতে "সানি লিওনের" বিশেষ দক্ষতা প্রকাশে একটি নতুন চমক - Entertain Times
সুন্দরী বলিউড আইটেম গার্ল সানি লিওন একসময় নীল ছবির রানী ছিলেন। কিন্তু তিনি অভিষিক্ত হওয়ার আগেই নিষিদ্ধ জগত থেকে বেরিয়ে এসেছিলেন। ভারতে এসে সে বলিউডে চুটিয়ে কাজ করছেন। প্রথমে সানি লিওনকে বলিউডের মানুষেরা স্বাভাবিকভাবে গ্রহণ করেননি। কিন্তু নিজের রূপগুণ দিয়ে সে বলিউডে ঠিকই জায়গা করে নিয়েছেন। অভিনয় এরপর কাজ করছেন, পাশাপাশি আইটেম গানে কোমর দোলাচ্ছেন। সানি'র আইটেম গান প্রকাশ পাওয়ার মানে হল অনলাইন দুনিয়ায় বিস্ফোরণ!
![]() |
বলিউড অভিনেত্রী : সানি লিওন |
সানি লিওনের নীল ছবি জগত থেকে বিদায় নিলেন সে বেশ কিছু বছর আগে। তার স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজেও একজন প্রাক্তন নীল তারকা ছিলেন। তবে এখন তিনি সানির ম্যানেজার হিসেবে কাজ করছেন। সানি ও ড্যানিয়েলের বিয়ে ২০১১ সালে হয়। এর পরে তাঁদের তিনটি সন্তান হয়েছে। সানি লিওন এখন স্বামী ও সন্তানদের সঙ্গে মুম্বাইতে সুখী সংসার করছেন। তারা সারা জীবন নিজেদের পছন্দের কাজে লিপ্ত থাকতে চান। সানি লিওন একজন বিশেষ দক্ষ অভিনেত্রী হিসেবে জানা হয়।
< Social Media >