এন্টারটেইন টাইমস প্রতিবেদক: প্রথম দুই মিনিটেই "পরী" নাটকের বাজিমাত - Entertain Times
নাটকঃ "পরী"।
একটু ছোটো করে বলি। নাটকের প্রথম দুই মিনিট আপনাকে কোনো সংলাপ ছাড়াই টেনে নিয়ে যাবে, কারণ! নাটকের বিজিএম পুরাই মাথা নষ্ট। প্রথম থেকে নাটকের বিজিএম আপনাকে বুঝাবে একটা গল্প আর আপনাকে দেখানো হবে আর একটা গল্প। কি সাঙ্ঘাতিক একটা ব্যাপার। যা আপনি ভাবতেও পারছেন না, তাই ঘটবে।
অভিনয়ে রয়েছে সায়েদ জামান সাওন, তৌসিফ মহবুব, তানজিম সাইয়ারা তটিনী সহ আর অনেকে।
সায়েদ জামান সাওন |
সাওনের কথা একটু ভিন্ন ভাবে বললে তার নাটক দেখা হয়নি অনেক দিন হয়েছে। এই ভালবাসা দিবসে সে আবার কাজে ফিরছে।
এখানে তাকে যে ক্যারেক্টর দেওয়া হয়েছে, তা সে বেশ সুন্দর ভাবেই ফুটিয়ে তুলছে।
তানজিম সাইয়ারা তটিনী |
তানজিম সাইয়ারা তটিনী - বর্তমান সময়ে বাংলা নাটক পারায় এক চিরচেনা মুখ। সব চেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই নাটকটিতে তার সংলাপ নেই বললেই চলে।
শুধু তার সৌন্দর্য, চাহনি আর এক্সপ্রেশন দিয়েই পুরা নাটকে তোলপাড় লাগিয়ে দিছে। দেখতে যেমন সে, নাটকের নামটাও জেনো তার সাথেই যায়। যাইহোক! বেশি গভীরে চলে যাচ্ছি।
তৌসিফ মাহবুব |
তৌসিফ মাহবুব - কে নতুন করে বলার কিছু নাই। তবে একে বারেও যে নাই, ব্যপারটি এমন না। এখানে তার ভিন্ন চরিত্র রয়েছে যা তেমন একটা দেখা যায় না।
বলা যেতে পারে পরিচালক ভিকি জাহেদ এর "বেড নং ৩" নাটকে এরকম কিছু এক্সপ্রেশন দেখা গেছিল। তবে এখানে তার থেকেও সেরা ছিল। গল্পটা বেশ সুন্দর ভাবেই ফুটিয়ে তুলছে।
"পরী" নাটক পরিচালক - রাগিব রাইহান পিয়াল |
সব শেষে যার কথা না বললেই নয়, পরিচালক "রাগিব রাইহান পিয়াল"। কিছু দিন আগে আমি তার-ই করা একটা নাটক "বাডিস" নিয়ে রিভিউ দেই, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। এবং এরপরে এই নাটকটা দেখা আর নাটক দেখার পরে বুঝতে পারি পরিচালক তিনি।
তার নির্মাণ বেশ সুন্দর, আশাকরি আমাদের আরো এরকম সুন্দর সুন্দর নাটক উপহার দিবে। এতো গল্প বিহীন নাটকের মাঝে তার এইরকম ধরনের নির্মাণ আমার কাছে বেশ ভালোই লাগছে।
নাটক নামঃ পরী
ডিরেক্টরঃ রাগিব রাইহান পিয়াল
প্রকাশনা প্রতিষ্ঠানঃ KS Entertainemnt
অভিনয়ঃ সায়েদ জামান সাওন, তৌসিফ মহবুব, তানজিম সাইয়ারা তটিনী সহ আর অনেকে।
দেশঃ বাংলাদেশ
ভাষাঃ বাংলা
< Social Media >