এন্টারটেইন টাইমস প্রতিবেদক: পুনর্জন্ম স্পিন অফ সিরিজ "রাফসান হক" আসলেই কি তাই! - Entertain Times
পুনর্জন্ম অন্তিম পর্ব কুরবানীর ঈদের ২য় দিন ৩০ই জুন সন্ধ্যা ৭ঃ৫০ মিনিটে লাইভ সম্প্রচার করা হয় চ্যানেল টিভি ও চ্যালেল আই লাইভ এর ইউটিউভ চ্যানেলে। পরবর্তীতে রাত ৯ঃ৫০ মিনিটে চ্যানেল আই প্রাইম এর ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়।
"পুনর্জন্মর তিনটি পর্বের পর অন্তিম পর্বের জন্য দর্শক অধীর আগ্রহে ছিলেন। শেষ পর্বে কী ঘটে, তা নিয়ে দর্শকদের মনে ছিল অনেক কৌতূহল। সেই কৌতূহলের উত্তর দিয়ে গত শুক্রবার ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব প্রচারিত হয়েছে।
প্রচারিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম বা ইউটিউবে দারুণ সাড়া ফেলে। তবে কথা ছিল, এই পর্বের মধ্য দিয়েই ‘পুনর্জন্ম’র গল্প শেষ হবে। কিন্তু শেষ অংশে তৈরি হয় ধোঁয়াশা। দর্শকের মনে প্রশ্ন রেখেই নির্মাতা ভিকি জাহেদ শেষ করেন ‘পুনর্জন্ম’ ইউনিভার্স।
সিরিজটির জনপ্রিয় একটি চরিত্র ‘রাফসান হক’। রাফসান হকের শেষ পরিণতি কী হয়, তা নিয়েই দর্শকের মনে প্রশ্ন তৈরি হয়।
গত চার জুলাই চ্যানেল আই এর ওফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে পুনর্জন্ম সিরিজের পরিচালক "ভিকি জাহেদ" তিনি জনিয়েছেন। যেখানে গল্পের শেষ, সেখান থেকে শুরু হচ্ছে নতুন কিছু। সামনে স্পিন অফ সিরিজ হবে। নাম ‘রাফসান হক’, আসবে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।
‘রাফসান হক’ নামে নতুন কোনো গল্প হবে নাকি ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ যেখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন গল্প শুরু হবে, সেটা একটু রহস্য থাকুক। সময় হলে সবাই জানতে পারবেন বলে জানিয়েছেন পরিচালক "ভিকি জাহেদ"
সব শেষে একটা কথা মনে রাখবেন- রাফসান হকের রান্না কখনো খারাপ হতে পারেই না😉
< Social Media >