এন্টারটেইন টাইমস প্রতিবেদক: সালমান মুক্তাদি দুই বাচ্চার মাকে বিয়ে করে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলো - Entertain Times
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদি। তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের তথ্য জানিয়েছেন। এটি একটি নতুন অধ্যায় শুরুর মুহূর্ত এবং নিশ্চিতভাবে তার জীবনের একটি স্মরণীয় দিন।
রোববার সে বিয়ে করেছেন কিন্তু সে বিয়ের বিস্তারিত প্রকাশ করেননি। তবে মঙ্গলবার সে ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন তার স্ত্রীর সঙ্গে। ক্যাপশনে সে লিখেছেন, "আমার প্রিয় স্ত্রী জীবনের বাকি অংশের জন্য।" সালমান তার স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি।
![]() |
সালমান মুক্তাদির ও তার স্ত্রি দিশা |
সালমানের স্ত্রী নাম প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় জানা গেছে। তার স্ত্রীর নাম দিশা ইসলাম এবং ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ের ঘোষণাটি দিতেই নানান রকম প্রস্তুতি ছিল রাখা। কিন্তু তা ছড়িয়ে পড়ে মুহূর্তেই। সেই সাথে আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসান এবং অনেকেই সালমান মুক্তাদির বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
< Social Media >